স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৮ মে।। কমলাসাগর বিধানসভা কেন্দ্রে শুক্রবার কংগ্রেসে যোগদান করেন ৬০ পরিবারের ৩ শতাধিক ভোটার। তাদের মধ্যে ছিলেন যুবমোর্চার প্রাক্তন মণ্ডল সদস্য প্রশান্ত সরকারও।
অভিযোগ ওইদিন রাতে দুষ্কৃতিরা তার বাড়িতে হামলা করে এবং তার বিরুদ্ধেই মামলা দায়ের করে। পুলিশ প্রশান্ত সরকারকে গ্রেফতার করে বিশালগড় আদালতে পেশ করে।
কংগ্রেসের আইনজীবীরা আদালতে প্রশান্ত সরকারের হয়ে সওয়াল করেন। আদালত প্রশান্ত সরকারের জামিন মঞ্জুর করে। এদিকে যুব কংগ্রেস প্রদেশ সভাপতি রাখু দাস জানিয়েছেন মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে প্রশান্ত সরকারকে। এভাবে যুব কংগ্রেসকে দমন করা যাবে না।