স্টাফ রিপোর্টার, ২৮ মে।। কদমতলা কালাগাঙ্গেরপাড় দুই নম্বর ওয়ার্ডে আব্দুল মালিক ও জয়নুল মিয়ার বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। বেশ কয়েকবার পঞ্চায়েতের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা করা হলেও মানতে নারাজ উভয়পক্ষ।
শনিবার দুপুরে আব্দুল মালিকের সীমানায় থাকা গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে যায়। এতে উভয় পক্ষে ১৯ জন আহত হন। গুরুতর আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। বাকী ৯ জন চিকিৎসাধীন কদমতলা সামাজিক হাসপাতালে ভর্তি।
ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। জানা গিয়েছে পুলিশের সিনিয়র অফিসাররা এলাকা পরিদর্শন করেছে। স্থানীয় জনগণের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে।