হলিউড ক্ল্যাসিক ‘গুডফেলাস’-খ্যাত অভিনেতা রে লিওট্টা প্রয়াত

অনলাইন ডেস্ক, ২৭ মে।। হলিউড ক্ল্যাসিক ‘গুডফেলাস’-খ্যাত অভিনেতা রে লিওট্টা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তার মুখপাত্র জেনিফার অ্যালেন সিএনএনকে জানান, ‘ডেঞ্জারাস ওয়াটার্স’ নামের একটি ছবির কাজে ডমিনিকান রিপাবলিকানে অবস্থান করছিলেন রে। সেখানে ঘুমের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে মেয়ে কারসেন ও বাগদত্তা জেসি নিট্টলোকে রেখে গেছেন বলেও জানান মুখপাত্র।

রে’র জন্ম যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে। তিনি আলফ্রেড ও মেরি লিওট্টা দম্পতি দত্তক ছেলে হিসেবে বেড়ে উঠেন।

ইউনিভার্সিটি অব মিয়ামিতে নাটক নিয়ে পড়াশোনা করেন রে লিওট্টা। সেখানে প্রথম অভিনয় করেন ‘ক্যাবারে’ নাটকে। স্নাতক শেষে নিউইয়র্কে এসে বিজ্ঞাপন জগতে কাজ শুরু করেন এবং সুযোগ পান ডেটাইম সোপ অপেরা ‘অ্যানাদার ওয়ার্ল্ড’-এ। সিরিজটিতে তাকে ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দেখা যায়।

তবে ১৯৮৬ সালে জোনাথন ডেমের ছবি ‘সামথিং ওয়াইল্ড’-এ অভিনয় করে তুমুল পরিচিতি পান রে। এরপর ‘সুলেস’ ও ‘ফিল্ড অব ড্রিমস’-এর মতো বক্সঅফিস সফল ছবিতে অভিনয় করেন।

রে লিওট্টার সবচেয়ে স্মরণীয় অভিনয় ছিল ‘গুডফেলাস’ সিনেমায়। মার্টিন স্করসিজের ১৯৯০ সালের এ ছবিতে তিনি বাস্তাব জীবনের মবস্টার হেনরি হিলের চরিত্রে অভিনয় করেন। সঙ্গে ছিলেন রবার্ট ডি নিরো ও জো পেসকির মতো হেভিওয়েট তারকারা।

রে লিওট্টার মৃত্যুর খবরে ইতিমধ্যে হলিউডের বড় বড় তারকারা শোক প্রকাশ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *