স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৬ মে।।উদয়পুর থেকে নগদ এক লক্ষ টাকা ছিনতাইকারীদের বীরচন্দ্র মনু থেকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকার শীলা সরকার ১ লাখ টাকা নিয়ে অটোতে উঠেন ব্যাঙ্কে আসার জন্য। শীলা সরকারের সাথে আরও ২ মহিলাও অটোতে চড়েন। ব্যাঙ্কের সামনে এসে তিনি অটো থেকে নেমে দেখেন ১ লাখ টাকা উধাও।
এমনকি বিষয়টি বুঝে উঠার আগেই অটোও সেখান থেকে চলে যায়। শীলা সরকার অসহায়ের মতো ছুটে আসেন আর কে পুর থানায়। মহিলা একটি মামলা দায়ের করেছিল। দিনদুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় উদয়পুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, উদয়পুর শহরে ইদানিং চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে শহরবাসী আতঙ্কিত।
পরবর্তী সময় গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকা থেকে মনপাথর ফাড়ী থানার পুলিশের সহযোগীতায় টাকা ছিনতাইকারীদের দলকে আটক করতে সক্ষম হয় উদয়পুর থানার পুলিশ। পুলিশ ঘটনার সাথে জরিতদের আটক করে উদয়পুর থানায় জিঞ্জাসাবাদের জন্য নিয়ে যায়। পরবর্তী সময় পুলিশের সহযোগিতায় ছিনতাই করা অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়।