অনলাইন ডেস্ক, ২৫ মে।। আরও তিন দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। উপসাগরীয় রাষ্ট্রসমূহের মধ্যে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আতঙ্কের নাম হয়ে ওঠা এই ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। খবর বিবিসির।
মঙ্গলবার চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়াতেও প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বের মোট ১৮ দেশে পাওয়া গেল এই ভাইরাস আক্রান্ত রোগী। আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স এখন অন্যতম আতঙ্কের নাম।
বিবিসি জানায়, ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্সে আক্রান্ত শতাধিক রোগী শনাক্ত হয়েছে। যাদের শরীরে ফুসকুড়ি দেখা দিয়েছে এবং জ্বরে আক্রান্ত।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু বিপুলসংখ্যক মানুষের আক্রান্তের ঝুঁকি খুবই কম।
বিশেষজ্ঞরা আরও জানান, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্যদের মাঝে সহজে ছড়ায় না এই ভাইরাস। মহামারি করোনার মতো ব্যাপক হারে ছড়ানোর ঝুঁকি নেই এতে।
রোগটি খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না। কিন্তু খুব কাছাকাছি শারীরিক সংস্পর্শের মাধ্যমে রোগটি ছড়াতে পারে।
এটা করোনার মতো বেশিরভাগ ক্ষেত্রে মৃদু বা উপসর্গহীন নয়। বরং মাঙ্কিপক্সে আক্রান্ত হলে শরীর খারাপ করবে এবং শরীরে ফোসকার মতো গোটা দেখা দেবে। যদিও সাধারণত এসব হালকাই থাকে এবং দুই-চার সপ্তাহের মধ্যে মিলিয়ে যায়।