স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ২৫ মে।। চুরাইবাড়ি থানাধীন চান্দপুর এলাকায় এডিসি’র অন্তর্গত বন দফতরের জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে তীব্র উত্তেজনা। এক পক্ষের লোকজন অবরোধ করেছে জাতীয় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসেন প্রশাসনিক কর্তারা।
একাংশ লোক জাতীয় সড়ক অবরোধ করেন। রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি গোপনে ওই জায়গা বিক্রি করে দেয়ার উদ্যোগ নেয় অপর পক্ষ। তারা আরও বলেন দীর্ঘদিন ধরে ওই জায়গায় সবাই মিলেমিশে বসবাস করছেন। হঠাৎ করে জায়গা বিক্রি করে দেয়ার উদ্যোগ মেনে নেয়া হবে না। এনিয়ে চলছে বিবাদ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অবরোধের ফলে প্রচুর সংখ্যক গাড়ি আটকা পড়ে আছে।