নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ মে।। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং’র সাথে সাক্ষাত করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে জানান, বিআরও রাজ্যে থেকে চলে যাওয়ায় আগরতলার কাছে লিচুবাগানে ২৮.৯ একর ও উত্তর ত্রিপুরার পানিসাগরে ২৬৩২ একর জমি খালি পড়ে আছে। এই দুটো জমি রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর কাছে অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমনের সাথে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। সাক্ষাতকারে উভয়ের মধ্যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে পরিকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ১২০০ কোটির নতুন তহবিল, বিশ্বব্যাংক সংযোজিত জনজাতি অধ্যুষিত ব্লকগুলিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিষেবা বিষয়ক প্রকল্পে সহায়তা প্রদানের বিষয়ে আন্তরিক বিবেচনার জন্য অনুরোধ জানান।

তাছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর ‘এলিমেন্ট’- এনহেনসিং ল্যান্ডস্কেপ এন্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেন্ট ইন ত্রিপুরা প্রকল্পে ল্যান্ডস্কেপ ও ইকোসিস্টেম ব্যবস্থাপনা উন্নীতকরণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কৌশলগত নীতি অনুসারে আঞ্চলিক সহায়তার চিহ্নিত ক্ষেত্রের প্রকল্প সমূহের দ্রুত রূপায়ণের জন্যও সহায়তা চেয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *