স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতকার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ মে।।আজ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যে একটি সৈনিক স্কুল স্থাপন,নিশ্চিন্তপুরে ইন্টিগ্রেটেট চেক পোস্ট স্থাপন এবং ভারত- বাংলাদেশ বর্ডারে ফেন্সিয়ের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ জানাই ।

রিয়াং শরনার্থীদের(ব্রু) পূনর্বাসনের বিষয়টিও গুরুত্ব দিয়ে অতি দ্রুত সমাধানের বিষয়েও আলোচনা হয়। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শ্রী সাহার সাথে তার স্ত্রীও ছিলেন।

তাছাড়া সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথেও সাক্ষাৎ করেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দিল্লি গিয়েছেন। জানা গেছে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করবেন। তবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নিয়ে এখনো সময়সূচি স্থির হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *