অনলাইন ডেস্ক, ২৫ মে।। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নির্বাচনের বিরোধীতা করে আমরণ অনশন শুরু করলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। গতকাল অর্থাৎ মঙ্গলবারেই অনশনের হুশিয়ারি দিয়েছিলেন গুরুং। বুধবার সকালে সিংমারীর দলীয় কার্যালয়ের বাইরে অস্থায়ী মঞ্চ তৈরী করে তিনি শুরু করেন অনশন।
জিজেএম প্রধান বলেন “ আমরা রাজ্যসরকার কে যে নথি দিয়েছিলাম তা মানা হয়নি, সুতরাং আমরাও জিটিএ নির্বাচন মানছিনা। আমাদের দল এই নির্বাচনে অংশ নেবেনা। ‘‘৩৯৬ মৌজার যে প্রস্তাব আমরা দিয়েছিলাম তার কোনও সদুত্তর মেলেনি। কেন্দ্রীয় সরকার একাধিকবার রাজনৈতিক সমাধানের কথা বলেছে। হয়নি। এখন আমরা ভরসা রাখছি রাজ্যের উপর। কেন্দ্রের উপর আর কোনও আস্থা নেই।’’
গুরুং বলেন গোর্খা জাতির জন্য সর্বস্ব চলে গিয়েছে, রয়েছে শুধু নিজের প্রাণটুকু। এবার এই এই আমরণ অনশনে সেটুকুও তিনি দিয়ে যেতে চান।গুরুং আরও বলেন রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি তাঁরা চাননা। ২০২৪ এবং ২৬ এর নির্বাচন রয়েছে। তাই রাজ্যসরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার।