স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৫ মে।। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল গতকাল গোমতী জেলা কারাগার পরিদর্শন করেন। এই কারাগারে দুজন মহিলা আবাসিক রয়েছে।
পরিদর্শনকালে চেয়ারপার্সন সহ প্রতিনিধিদলের সদস্যরা তাদের শারীরিক অবস্থা, বিভিন্ন সুবিধা এবং আইনগত সহায়তা ঠিকমত পাচ্ছেন কিনা এ ব্যাপারে জেল কর্তৃপক্ষের কাছে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
এদিনের প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের সদস্য সচিব রূপক ভট্টাচার্য, কাউন্সিলার মান্না সাহা, উদয়পুর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম সুমিতা সেন। ত্রিপুরা মহিলা কমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়।