মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মে।। কেন্দ্রীয় সড়ক পরিবহণ, জাতীয় সড়ক ও অসামরিক বিমান মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. ভি কে সিং আজ মহাকরণে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

বিশেষত রাজ্যে সড়কপথ নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে ও আগামীদিনে গৃহীত প্রকল্পসমূহ রূপায়ণের ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার করে দ্রুততার সাথে শেষ করা, সাত্তুমের মৈত্রী সেতুকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ বাড়ানো এবং কৈলাসহর বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণের বিষয়টি তাদের মধ্যে আলোচনায় প্রাধান্য পায়। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা কেন্দ্রীয় সড়ক পরিবহণ, জাতীয় সড়ক ও অসামরিক বিমান মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. ভি কে সিং-কে পুস্পস্তবক ও রিসা পরিয়ে সাদর অভ্যর্থনা জানান এবং স্মারক তুলে দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *