উদয়পুরে শিক্ষা দপ্তরে চাকুরির দাবিতে ডেপুটেশন টেট উত্তীর্ণ বেকারদের

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৪ মে।। ২০২১ সালের টেট উত্তীর্ণদের রাজ্যের প্রাথমিক শিক্ষার গুমগত মান উন্নয়নে এবং প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য মঙ্গলবার গোমতী জেলার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট সমীর দেবনাথ, কুলসুম বিবি ও আবদুল মতিনের নেতৃত্বে তিন জনের এক প্রতিনিধি দল মিলিত হয়ে চার দফা দাবি তোলে ধরেন।

দাবি গুলোর মধ্যে অন্যতম হল জেলাস্তরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলোতে অতিদ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা,২০২১ সালে টেট পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে যারা বয়সউত্তীর্ণ হয়ে পড়ছে তাদের কথা বিবেচনা করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা।

যে সব বিদ্যালয় গুলিতে পরিকাঠামোগত সমস্যা রয়েছে সেই সমস্যা গুলো দ্রুত সমাধান করা।মাননীয় সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কথা বিবেচনা করে তাদের সহ ২০২১ -এর T- TET পরীক্ষায় উত্তীর্ণদের সকলকে একসাথে নিয়োগ করার দাবি জানানো হয়।গোমতী জেলার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট সাক্ষাৎ করের আগে একটি মিছিল সংগঠিত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *