অনলাইন ডেস্ক, ২৪ মে।। ভারতের দিল্লীতে নিখোঁজের ১২ দিন পর এক গায়িকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রোহটাক জেলার মহাসড়কের কাছে মাটি চাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এনডিটিভির খবর, দিল্লীতে বসবাস করা ওই গায়িকা গত ১১ মে নিখোঁজ হন বলে জানিয়েছে তার পরিবার। এর তিনদিন পর তারা অপহরণের মামলা করেন।
পরিবারের অভিযোগ, গায়িকার সঙ্গে কাজ করা রাভী ও রোহিতই তাকে অপহরণের পর হত্যা করেছে।
তাদের ভাষ্য, ওই গায়িকা মিউজিক ভিডিওর জন্য শুটিং করতে রোহিতের সঙ্গে ভিওয়ানিতে গিয়েছিলেন।
নিরাপত্তা ক্যামেরা ফুটেজ অনুযায়ী, রোহটাকের মেহামে একটি হোটেলে তাদের ডিনার করতে দেখা গেছে।
লাশ উদ্ধারের সময় আন্ডারওয়্যার ছাড়া গায়িকার শরীরে কোনো কাপড় ছিল না’ জানায় পরিবার।
হারিয়ানার পুলিশ জানায়, একদিন আগে তারা খবর পায় যে, ভৈরন ভাইনি গ্রামের ফ্লাইওভারের কাছে একটি মৃতদেহ মাটিচাপা অবস্থায় রয়েছে। পরে তারা লাশিটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পরবর্তীতে লাশটি গায়িকার বলে শনাক্ত হয়।
এ ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।