স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৪ মে।। মঙ্গলবার দুপুরে বিশালগড় গকুলনগর এলাকায় একটি বাস থেকে একেএকে সব যাত্রীরা নেমে পড়েন। তারা সবাই চিৎকার করছিলেন।
যাত্রীদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানান বাসে আগুন লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। কারণ বাসের পেছনে রাখাছিল একটি গ্যাস সিলিন্ডার। হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস বের হতে থাকে।
পরে জানা যায় অপর এক যাত্রী ওই সিলিন্ডার নিয়ে বাসে চড়েছিলেন। কিন্তু যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ায় ওই যাত্রীকে সিলিন্ডার সহ সেখানেই নেমে পড়তে হয়। প্রশ্ন হচ্ছে চালক কিংবা কন্ডাকটর কিভাবে ওই গ্যাস ভর্তি সিলিন্ডার সহ যাত্রীকে গাড়িতে তিললেন। অল্পতেই রক্ষা পেল যাত্রীরা। চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী উঠেছে।