স্বাস্থ্য দপ্তরের সামনে চাকুরির দাবি জানিয়ে ধর্না ফার্মাসিস্ট ফ্রাটেরনিটির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪।। আজ সকালে স্বাস্থ্য দপ্তরের সামনে ত্রিপুরা সমগ্র ফার্মাসিস্ট ফ্রাটেরনিটির পক্ষ থেকে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। মূলত রাজ্যের বেকার ফার্মাসিস্টরা চাকুরির দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়। উনাদের অভিযোগ যে ২০২১ সালে ডিসেম্বর মাসের ৮ তারিখ মন্ত্রিসভার এক বৈঠকে ৪১২ জন এলোপ্যাথিক ফার্মাসিস্ট ২৫ জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট এবং ২২ জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ৫ মাস সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোন ধরনের নোটিফিকেশন বা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি উনারা পাননি। সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে এমনটাই জানান রাজ্যের ফার্মাসিস্ট ফ্রাটেরনিটির এক সদস্য। উনারা আরও অভিযোগ করেন যে, ২০১৬ সালে শেষবারের মতো রাজ্যের ফার্মাসিস্ট নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে রাজ্যে ফার্মাসিস্টদের আর নিয়োগ করা হয়নি।

বর্তমানে রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার বেকার ফার্মাসিস্ট চাকুরিপ্রার্থী রয়েছেন। অবিলম্বে মন্ত্রী সভার সিদ্ধান্ত উপর দৃষ্টি দিয়ে রাজ্যে ফার্মাসিস্ট নিয়োগকরন প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন রাজ্যের ফার্মাসিস্ট ফ্রাটেরনিটির সদস্যরা। আজ স্বাস্থ্য দপ্তরে চাকুরির নিয়োগ সংক্রান্ত দাবি জানিয়ে একটি ডেপুটেশন প্রদান করেছেন উনারা। এখন দেখা যাক স্বাস্থ্যদপ্তর এই ব্যাপারে কী ভূমিকা গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *