দুর্নীতির অভিযোগে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৪ মে।। এবার দুর্নীতির অভিযোগে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। জানা গিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আজ তাঁর স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধে শক্ত প্রমাণ পাওয়ার পরে দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন। সিংলা কর্মকর্তাদের কাছ থেকে চুক্তির উপর এক শতাংশ কমিশন দাবি করছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। আর এরপরেই নড়েচড়ে বসে মুখ্যমন্ত্রীর দফতর।

এদিকে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দেশের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার কোনও মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভার সহকর্মীর বিরুদ্ধে এমন কড়া ব্যবস্থা নিলেন। মান বলেন, ‘আমার সরকারে এক শতাংশ দুর্নীতিও সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, ‘জনগণ অনেক আশা নিয়ে আম আদমি পার্টির সরকারকে ভোট দিয়েছে, আমাদের তা মেনে চলতে হবে। যতদিন ভারতমাতার অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন ছেলে এবং ভগবন্ত মানের মতো একজন সৈনিক থাকবে, ততদিন দুর্নীতির বিরুদ্ধে মহান যুদ্ধ অব্যাহত থাকবে।’

দলের তরফে জানানো হয়েছে, আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দুর্নীতি বিরোধী মডেল মেনেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপ সাংসদ রাঘব চাড্ডা এই সিদ্ধান্তের প্রশংসা করে দাবি করেছেন যে তাঁর দলই একমাত্র যার নিজের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সততা এবং সাহস রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *