দোকান ঘরের জায়গা দখলের অভিযোগ, পুলিশের সামনেই হাতাহাতি, পাল্টা মামলা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৪ মে।। দোকান ঘরের জায়গা দখলের অভিযোগ। জায়গা দখল মুক্ত করতে প্রকাশ্যে বিবাদ। পুলিশের সামনেই বিবাদের জেরে হাতাহাতি। থানায় মামলা, পাল্টা মামলা। ঘটনা তেলিয়ামুড়া থেকে ঢিল ছোড়া দূরত্বে তেলিয়ামুড়া বাজারে।জানা যায়, দীর্ঘ দিন ধরেই তেলিয়ামুড়া বাজারের পাল ব্রাদার্স নামের ওই ভ্যারাইটিজ দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল সুপ্রিম কোর্টে। অভিযোগ মূলে জানা যায়, জনৈক তেলিয়ামুড়া রাজনগর এলাকার বাসিন্দা মৃত অশোক শংকর দেব ছিলেন বর্তমান পাল ব্রাদার্স নামের ওই ভ্যারাইটিজ দোকানের জায়গার বৈধ মালিক।

কিন্তু অশোক শংকর দেবের ছেলে মেয়েদের অভিযোগ পাল ব্রাদার্স -এর মালিক কর্তৃপক্ষ অবৈধভাবে তাদেরকে জায়গা দখল করে ব্যবসা করছে দীর্ঘদিন ধরে। অশোক শংকর দেবের পরিবারের তরফে জানানো হয়, এ বিষয়ে আদালতে একটি মামলাও করা হয় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। তারপরেও আদালতের নির্দেশিকা কে অমান্য করে পাল ব্রাদার্স কর্তৃপক্ষ দোকানের জায়গা জবরদখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

অশোক শংকর দেবের ছেলে-মেয়েরা পাল ব্রাদার্সের অবৈধ দখল করে রাখা ওই জায়গাটি বর্তমানে বিক্রি করে নেতাজি নগর এলাকার বাসিন্দা রেনু লাল রায় নামের জনৈক এক ঠিকাদারের নিকট। অন্যদিকে পাল ব্রাদার্স নামের ওই ভ্যারাইটিজ দোকানের মালিকের তরফে জানানো হয় ১৯৬৮ ইং সাল থেকে তাদের বাবা মৃত গৌরাঙ্গ চন্দ্র পাল দোকানের জায়গাটির দখলের মাধ্যমে ব্যবসা করে আসছে। তাদের দাবি, তাদের কাছে নাকি জায়গার দখল পরচাও রয়েছে। গৌরাঙ্গ চন্দ্র পালের পরিবার তরফে জানানো হয় যে বর্তমানে জায়গা সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছে আদালতে।

কিন্তু তাদের অভিযোগ, রেনু লাল রায় নামের জনৈক ওই ঠিকেদার দোকানের এই জায়গাটির ডিমারকেশন করার নামে আচমকাই নাকি তাদের দোকানে ঢুকে তাদের মারধর করা হয়, দোকানে ভাঙচুর সহ আরো বিভিন্ন অভিযোগ করা হয়। এদিন এই জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে তেলিয়ামুড়া বাজার এলাকা। পুলিশের সামনেই শুরু হয় দু-পক্ষের মারামারি। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে এবিষয়ে উভয় তরফেই তেলিয়ামুড়া থানায় মামলা লিপিবদ্ধ করা হয়। এখন এটাই দেখার বিষয় আগামী দিন এই জমি সংক্রান্ত বিবাদের জল কত দূর গড়িয়ে যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *