স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২১ মে।। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকা গুলোতে বিপুল পরিমানে গাঁজা চাষ হয়ে থাকে। যেমন কুলুবাড়ী , মতিনগর , ধনিরামপুর , বাতাদোলা ,উত্তর কলমচৌড়া ,দক্ষিণ কলমচৌড়া, বক্সনগর , রহিমপুর , পুঠিয়া ,সহ বিভিন্ন এলাকায় ।বর্তমানে আইপিএফটি জোট সরকারের উদ্দেশ্য ছিল এই ছোট ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত করা। বিএসএফকে বাড়তি সুবিধা দেওয়ায় নেশার বিরুদ্ধে কড়া অভিযান জারি রেখেছেন বিএসএফ জওয়ানরা ।
সারা রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ এবং বি এস এফ নেশা বিরোধী অভিযানে সাফল্য অর্জন করছে। তারই অঙ্গ হিসেবে শনিবার সকাল থেকেই বক্সনগর ব্লক এলাকার বাগবের গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকার হাসিনা বেগম স্বামী আব্দুল রহমানের বাড়ি তে অভিযান চালিয়ে বিশাল শুকনো গাঁজা উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। সকাল ১০ ঘটিকা থেকে গাজাঁ বিরোধী অভিযান শুরু করেন। এদিন প্রায় টানা ৬ ঘন্টা অভিযান চালিয়ে মাটির নিচ থেকে মোট ১১ টি গাজাঁ ভর্তি ড্রাম উদ্ধার করা হয়।এরমধ্যে নয়টি বড় ড্রাম এবং দুটি ছোট ড্রাম এর মধ্যে মিলিয়ে মোট ৪৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এদিন পুলিশ এবং বিএসএফ কনো গাজাঁ চাষী এমনকি বাড়ির মালিককে কে গ্রেপ্তার করতে পারেনি। জানা যায় বিএসএফের ১৫০ নম্বর ব্যাটালিয়নের জি শাখার কোম্পানি কমান্ডার এর কাছে এই গোপন খবরটি আসে । এই খবরের ভিত্তিতে ফাঁড়ির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এর উদ্যোগে কলমচৌরা থানার পুলিশের সাথে যোগাযোগ করেন। এবং তার ভিত্তিতে কলমচৌড়া থানার এস আই শংকর দাস এর উদ্যোগে আদমপুর এলাকায় হাসিনা বেগম নামে এই মহিলার বাড়িতে হানা দেয় যৌথবাহিনী। জানা গেছে হাসিনা বেগমের স্বামী কর্মসূত্রে প্রবাসে থাকেন।
আজকের এই শুকনো গাজাঁ বিরোধী অভিযানে নেতৃত্বে ছিলেন ১৫০ নম্বর ব্যাটিলিয়ান বিএস এফের উর্ধ্বতন কতৃপক্ষ, কলমচৌড়া থানার পুলিশ এবং বিশাল টিএসআর বাহিনী ।আগামী দিন এই ধরনের গাজা বিরোধী অভিযান জারি থাকবে বলে প্রশাসনিক উর্ধ্বতন কতৃপক্ষ জানিয়েছেন।