অনলাইন ডেস্ক, ২১ মে।। দীর্ঘ ২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন বলিউড অভিনেতা সোহেল খান ও ডিজাইনার সীমা খান। ১৩ মে মুম্বাইয়ের একটি আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন না হলেও এরই মধ্যে নিজের নাম থেকে ‘খান’ পদবি ছেঁটে ফেলেছেন সীমা। ইনস্টাগ্রামে এখন সীমা খান নয়, এখন তিনি সীমা কিরণ সচদেব।
সীমার ইনস্টাগ্রাম বায়োতে নতুন যুক্ত হয়েছে,‘ফিল্টার ফ্রি জীবন কাটাচ্ছি এই মুহূর্তে’! শুক্রবারই ইনস্টাগ্রাম স্টোরিতে ‘বিশ্বাস’ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন সীমা। সেখানে লেখা রয়েছে, ‘সবকিছুই ঠিক হয়ে যায় সবশেষে। তোমার জানবার দরকার নেই কীভাবে, তোমায় শুধু বিশ্বাসটা ধরে রাখতে হবে, যে সবকিছু ঠিক হয়ে যাবে’।
১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল খান ও সীমা খান। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান।
২০১৭ সালে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন বলিউডের একসময়ের তারকা জুটি আরবাজ খান এবং মালাইকা অরোরা। এবার ভাইয়ের পথে হাঁটতে চলেছেন বলিউড অভিনেতা সোহেল খান।