প্রাণীপালনে মহিলাদের স্বনির্ভর করে তোলার উপরও অগ্রাধিকার দেওয়া হয়েছে : ভগবান

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২০ মে।। রাজ্যে মহিলা স্বশক্তিকরণে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাণীপালনের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার উপরও অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ চন্ডিপুর ব্লকের মূর্তিরপাড় উচ্চবুনিয়াদি স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে একথা বলেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানে তপশিলি জাতি মহিলাদের হাঁস পালনে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে ৮৬ জন তপশিলি জাতি সম্প্রদায়ের মহিলার হাতে ১০টি করে উন্নত প্রজাতির খাকি ক্যাম্বেল হাঁসের ছানা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী জানান, পরবর্তী সময়ে এই অঞ্চলের ২০০ জন সুবিধাভোগীকে হাঁস পালনে সহায়তা দেওয়া হবে। প্রত্যেক সুবিধাভোগীকে ৩০টি করে উন্নত প্রজাতির খাকি ক্যাম্বেল হাঁসের ছানা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল দাস, ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস। সভাপতিত্ব করেন সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি শুক্লবৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ বিকাশ কার্যালয়ের উপঅধিকর্তা ডা. সমীরণ সিনহা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *