কয়েকদিনের বৃষ্টিতে জল জমে ক্ষেতেই ফসল নষ্ট হচ্ছে, কৃষকদের মাথায় হাত

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ মে।। টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফলানো বিভিন্ন ধরনের শাক সবজি। ঘটনা তেলিয়ামুড়া মহুকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীনে বাইশঘরিয়া এলাকায়। সংবাদে জানা গিয়েছে, তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীনে বাইশঘরিয়া এলাকায় প্রায় তিনশটি কৃষক পরিবার রয়েছে। ওই এলাকার ৯০ শতাংশ পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে।

উল্লেখ্য, ওই বাইশঘরিয়া কৃষি ক্ষেত থেকে উৎপাদিত সবজি ত্রিপুরা রাজ্য সহ বহি রাজ্যের বাজারে বিপুল চাহিদা রয়েছে। এই এলাকার প্রত্যেকটি কৃষক পরিবার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আলু,পটল, ঝিঙ্গে,করলা, বেগুন, কাঁচা লঙ্কা, সহ বিভিন্ন ধরনের সবজি জমিতে রোপণ করেছিলেন। টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ঐ সকল কৃষক পরিবারের রোপন করা সবজি ক্ষেতের মধ্যে জল জমে। আর এই জল জমার ফলে তাদের ফলানো সবজিতে ধরেছে পচন। জানা গেছে প্রায় তিন শতাধিক কৃষক টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

জানা গিয়েছে, এমন অনেক জমি রয়েছে যেগুলো থেকে জল বেরোবার কোনো রাস্তা নেই। ফলে অনায়াসে কিছুদিনের মধ্যে গাছের গোড়ায় পচন ধরবে। এদিকে এক কৃষক মহিলা জানান, ওই এলাকার প্রত্যেকটি কৃষক পরিবারে ক্ষতির সম্মুখিন। একদিকে বৃষ্টিপাত অন্যদিকে বন্যার কারণে প্রতিবছর এই তাদের ফলানো শাক-সবজি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। বিগত কিছুদিন ধরে বৃষ্টিপাতের ফলে প্রত্যেকটি কৃষি জমিতে জল জমে রয়েছে। এই জল নিষ্কাশন এর জন্য কোন ব্যবস্থা নেই। ফলে অনায়াসে গাছের গোড়ায় জল বিগত কয়েকদিনের মধ্যে পচন ধরবে।

এদিকে আরো জানা গেছে, তাদের ওই সবজি প্রতিবছরই নষ্ট হয়ে থাকলেও সরকারিভাবে নেই কোন সাহায্য। এটিকে বলা যেতে পারে, আগামী কিছুদিনের মধ্যে সবজির দাম গগনচুম্বী হতে পারে। গ্রাষ্ম কালীন সবজি বাজারে সবজি বাজারজাতও হবে খুবই কম। তবে ওই এলাকার কৃষকরা চাইছেন সরকার যেন তাদের প্রতি দৃষ্টি দিয়ে থাকলে তারা উপকৃত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *