স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২০ মে।। ২ সন্তানের বাবার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য গোটা এলাকায়। জানা যায় সিপাহীজলা জেলার সোনামুড়া থানা দিন সোনামুড়া কড়ালিয়ামুড়া মসজিদ সংলগ্ন এলাকায় ফরিদ মিয়ার ছেলে রুহুল আমিন’র (৩৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি গত এক বছর আগেই ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করেন । এরপর থেকে মানসিকভাবে একটু অসুস্থ থাকতেন ।
কিন্তু শুক্রবার দুপুরেও স্বাভাবিকভাবে এলাকার অন্য মুসল্লিদের সাথে মসজিদে নামাজ আদায় করেন। জানা যায় শুক্রবার তার বাড়ির অন্য লোকজন তার ভাইয়ের বাড়িতে নেমন্তন্ন খাওয়ার জন্য চলে যান । এদিকে বাড়ির একাকীত্ব সুযোগ নিয়ে বাড়ির সাথে নিজ দোকানে ফাঁসিতে আত্মহত্যা করেন। তার স্ত্রী সহ দুই সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে ছিলেন । বিদেশ থেকে এসে বাড়ির পাশে একটি দোকান খুলে বসেন। শুক্রবার তার নিজ দোকানে ফাঁসিতে আত্মহত্যা করেন । কি কারণে আত্মহত্যা করেন তা এখনো জানা যায়নি। এদিকে রুহুলের মৃত্যুতে ২ সন্তান এবং তার স্ত্রী অসহায় হয়ে পড়েন।