স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ১৯ মে।। অবশেষে গাঁজা বোঝাই গ্যাসের বুলেট আটক করতে সক্ষম হয় চুরাইবাড়ি থানার পুলিশ। দু’দিন পূর্বে ত্রিপুরার সব কয়টি থানাকে ফাঁকি দিয়ে আসাম চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে কোটি টাকার গাঁজা বোঝাই কন্টেইনার গাড়ি। তাতে অবশ্য উত্তর জেলার পুলিশ প্রশাসন চাপে পড়ে যায়। আর তাতেই চুরাইবাড়ি থানার বড়বাবু, ছোটবাবু, সবাই রাস্তায় নেমে তল্লাশি শুরু করতেই হাতেনাতে সাফল্য পেয়ে যান।
বৃহস্পতিবার রুটিন তল্লাশির সময় একটি গ্যাসের বুলেট তল্লাশি করে উদ্ধার হয় ১৩০ কেজি গাঁজা। সঙ্গে লরি চালক সমরজিৎ দেববর্মাকে আটক করা হয়। তার বাড়ি ধলাই জেলার হালাহালি গ্রামে। সে জানায়, আঠারোমুড়া থেকে গাঁজাগুলো লোড করে আসাম নিয়ে গেলে দশ হাজার টাকা কমিশন পাবে।