আসামের বন্যার কারণে ৬.৬২ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক, ১৯ মে ।। বন্যায় বিপর্যস্ত আসম। বন্যার জলে ডুবেছে গ্রামের পর গ্রাম। বন্যার জলে ভেসে গিয়েছে ১,৫০০-এর বেশি গ্রাম। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একটি রিপোর্টে জানা গেছে যে আসামের ২৭ টি জেলার ৬.৬২ লক্ষেরও বেশি মানুষ রাজ্যের বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। নিখোঁজ রয়েছেন আরও ৮ জন বলে খবর।

এক রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র নগাঁও জেলাতেই ২.৮৮ লক্ষ মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর পরে কাছাড়ে ১.১৯ জন, হোজাইতে ১.০৭ লক্ষ, দারাং-এ ৬০৫৬২ জন, বিশ্বনাথে ২৭,২৮২ জন, উদালগুড়ি জেলায় ১৯৭৫৫ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৭০টি রাজস্ব সার্কেলের অধীনে ১৪১৩টি গ্রাম বন্যার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার জলে ৪৬১৬০.৪৩ হেক্টর ফসলি জমি ডুবে গেছে। যার জেরে মাথায় হাত পড়েছে রাজ্যবাসীর।

জানা গিয়েছে, বুধবার বন্যাকবলিত বিভিন্ন জেলা থেকে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল (SDRF) এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের দল ৮,০৫৪ জনকে উদ্ধার করেছে। এছাড়া সরকারের তরফ থেকে ১৪টি জেলায় ২৪৮টি ত্রাণ শিবির ও বিতরণ কেন্দ্র চালু হয়েছে, যেখানে ৬,৯১১ শিশুসহ ৪৮,৩০৪ জন আশ্রয় নিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *