Black Market : রাজধানী আগরতলায় আলু-পেঁয়াজের কালোবাজারি, প্রশাসন কুম্ভকর্ণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মে।। মহকুমা শাসকের সামনে আলুর দাম ২৫ টাকা, তিনি চলে আসলে দাম ৩০ টাকা। শহরের বাজারগুলোতে আলু এবং পেঁয়াজের দাম নিয়ে লুকোচুরি চলছে। প্রশাসনিক কর্তারা বাজারে গিয়ে জিজ্ঞাসা করলে সেগুলোর দাম কেজি প্রতি ২৫ টাকা হয়ে যায়। আর তারা চলে আসার পর আলু এবং পেঁয়াজের মূল্য হয়ে যায় ৩০ টাকা কেজি।

রাজধানী আগরতলা শহরের প্রতিটি বাজার আলু ও পেঁয়াজের দাম মর্জিমাফিক নিচ্ছে ব্যবসায়ীরা। প্রসঙ্গত, অসমে রেললাইনে ধস পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ত্রিপুরা। সেইসাথে জাতীয় সড়কের উপরও ধস পড়েছে তাই পণ্যবাহী বহু গাড়ি রাস্তায় আটকে আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কাটছে। রাজ্যের বিভিন্ন মহকুমা শহরেও একই অবস্থা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *