পরিবারের অভিযোগ, অভিনেত্রী পল্লবীকে খুন করা হয়েছে

অনলাইন ডেস্ক, ১৭ মে।। পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর পর তার পরিবার অভিনেত্রীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী-সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পল্লবীর পরিবারের অভিযোগ, অভিনেত্রীকে খুন করা হয়েছে।

রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে গড়ফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পল্লবীর দেহ। তার গলায় জড়ানো ছিল বিছানার চাদর। মেয়ে যে এই ভাবে আত্মহত্যা করতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না পল্লবীর বাবা নীলু।

তার দাবি, পল্লবী যে এমন পদক্ষেপ নিতে পারেন ঘুণাক্ষরেও টের পাননি পরিবারের কেউই। এর পরই সোমবার বিকেলে পল্লবীর লিউ-ইন সঙ্গী সাগ্নিক, তার এক বান্ধবী-সহ কয়েক জনের বিরুদ্ধে গড়ফা থানায় এফআইআর দায়ের করা হয়।

পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাত পর্যন্ত সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সেখানে ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার।

হাওড়ার রামরাজাতলায় জিআইপি কলোনি স্টেশন রোডে দুজনের বাড়ি কাছাকাছি। ছেলেবেলা থেকেই পল্লবী-সাগ্নিক ঘনিষ্ঠ বন্ধু। তার পর প্রেম। দুজনের পরিবারও পরস্পরকে চেনে।

পুলিশ সূত্রে খবর, সাগ্নিক দাবি করেছেন, তার আগের সম্পর্ক এবং পল্লবীর প্রাক্তন সম্পর্কেও তারা পরস্পর অবহিত ছিলেন।

সম্পর্কের টানাপড়েন যে এই ঘটনার পেছনে অন্যতম কারণ হতে পারে, তা নিয়ে অভিযোগ করেছে পল্লবীর পরিবার। সঙ্গে অভিযোগ উঠছে সাগ্নিকের জীবনচর্যা নিয়েও।

পল্লবীর বাবা নীলু দে এফআইআরে অভিযোগ করেন, এক দিকে পল্লবীর কাছ থেকে টাকা নিচ্ছিলেন সাগ্নিক, পাশাপাশিই সম্পর্ক রাখছিলেন অন্য আর এক বান্ধবীর সঙ্গে।

মৃত অভিনেত্রীর বাবা সোমবার থানায় তার অভিযোগে জানিয়েছেন, ওই বান্ধবী প্রায়ই পল্লবীর অনুপস্থিতিতে হাজির হতেন তার গড়ফার বাড়িতে। আর পল্লবীর থেকে টাকা নিয়ে বাড়ি-গাড়ি কেনা সাগ্নিক অভিনেত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়ে উপভোগ করতেন অন্য বান্ধবীর সঙ্গ।

অভিযোগপত্রে লেখা হয়েছে, পল্লবীর থেকে অর্থ আত্মসাৎ করার জন্য প্ররোচনা দিতেন সাগ্নিক এবং তার বান্ধবী। দুজনের বিরুদ্ধেই পল্লবীকে খুন করার অভিযোগ আনা হয়েছে।

বলা হয়েছে, সাগ্নিক প্রতিদিনই মদ্যপান করতেন। মত্ত অবস্থায় শারীরিক নিগ্রহ করতেন পল্লবীকে। পল্লবীর শরীরে সেই সব অত্যাচারের চিহ্ন দেখতে পেয়েছিলেন তার সহকর্মীরা। সাগ্নিকের বান্ধবীর উপস্থিতি যখন থেকে জানতে পারেন পল্লবী, তখন থেকেই অশান্তি শুরু হয় বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পল্লবী ও সাগ্নিক যৌথভাবে কিছু সম্পত্তি কিনেছিলেন। সেই সব আর্থিক লেনদেনের বিষয়েও সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

পরিবারের অভিযোগ, এ ছাড়াও আরও একাধিক আর্থিক লেনদেন নিয়েও পুলিশ প্রশ্ন করে সাগ্নিককে।

পল্লবীর সহ-অভিনেতা সায়ক চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, ‘প ল্লবীর জন্মদিনে বড় করে পার্টির আয়োজন করা থেকে শুরু করে দামি দামি উপহার দেওয়া, এ সবই সাগ্নিক করত। কিন্তু আমরা কেউ কোনও দিন জানতে পারিনি সাগ্নিকের পেশা সম্পর্কে’।

সায়কের প্রশ্ন, ‘এত টাকা ও কোথায় পেত? গত বার জন্মদিনে পল্লবীকে হিরের আংটি উপহার দিয়েছিল। এ বারের জন্মদিনে ‘আইফোন ১৩ প্রো-এর মতো দামি ফোন দিয়েছিল। দুজনে মাঝে মধ্যেই কলকাতার দামি দামি হোটেলে গিয়ে থাকত, ঘুরত’।

সায়কের দাবি, ‘সাগ্নিক এত টাকা কোথা থেকে পেল? নাকি সবই পল্লবীর থেকে নিত সাগ্নিক? মনে হয় সবটা তদন্ত হওয়া দরকার’।

সাগ্নিক একটি টেলিকম সংস্থায় চাকরি করেন। অভিনয়ের জগতের বাইরের লোক তিনি। পল্লবীর ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইল বলছে, তারা বেশ হই-হুল্লোড় করতে পছন্দ করতেন। শহরে থেকেও মাঝেমধ্যেই হোটেলে থাকা, দামি গাড়িতে ভ্রমণ, নিয়মিত পার্টি—সবই তারা এক সঙ্গেই করতেন।

পল্লবীর বাবার দাবি, সাগ্নিককে ২২ লক্ষ টাকা দিয়ে অডি গাড়ি কিনে দেন তার কন্যা। শুধু তা-ই নয়, লক্ষাধিক টাকা দিয়ে ফোন এবং ল্যাপটপও উপহার হিসাবে দিয়েছিলেন পল্লবী।

পুলিশ সূত্রে খবর, সাগ্নিককে জেরা করার পাশাপাশি তল্লাশি চালানো হয়েছে গড়ফার সেই ফ্ল্যাটে। সঙ্গে পল্লবীর মোবাইলও পরীক্ষা করে দেখা হয়েছে। তাতে বেশ কিছু তথ্য এসেছে পুলিশের হাতে।

পুলিশ সূত্রে খবর, পল্লবী আর সাগ্নিকের ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হুক্কা-সহ নেশার সামগ্রী। মাসখানেক আগে থেকেই গড়ফার ফ্ল্যাটে বিবাহিত পরিচয়ে থাকতে শুরু করেছিলেন তারা। তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর আগে পল্লবী শেষ ফোন করেছিলেন বাড়ির পরিচারিকাকে।

দাবি-পাল্টা দাবি চলছে। সাগ্নিকের বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায় যেমন দাবি করেছেন, তিনি কোনও দিন গড়ফার ফ্ল্যাটে যাননি। সাগ্নিকের সঙ্গে তার পরিচয়ও পল্লবীর সূত্র ধরে।

পুলিশ সূত্রে খবর, পল্লবীর প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, সেটি সম্ভবত আত্মহত্যাই। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কিন্তু পুলিশি জেরায় যা উঠে আসছে, তা হল সম্পর্কের টানাপড়েন সম্ভবত ছিলই। এ ছাড়া আর্থিক চাপ, হতাশা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে পল্লবীর পরিবারের দাবি মতো খুন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, সাগ্নিক মাসে মাত্র ১৮-১৯ হাজার টাকার চাকরি করতেন। বহুমূল্য একটি ফ্ল্যাট তারা বুক করেন। পল্লবীর পরিবারের দাবি, সে টাকার সিংহভাগই দেন পল্লবী। আরও দাবি, দুজনের ১৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল।

সাগ্নিক আগে বিবাহিত ছিলেন বলেও দাবি করেছেন পল্লবীর পরিবার। সে সম্পর্ক থেকেও জটিলতা তৈরি হয়ে থাকতে পারে বলেই পরিবারের দাবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *