স্টাফ রিপোর্টার, কদমতলা, ১৬ মে।। কদমতলা থানায় কর্মরত এসপিও শেখর নাথ’র বাড়ি সরসপুর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। সোমবার সকালে বাড়ির সামনে তার মৃতদেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে অপমান সহ্য না করতে পেরে আত্মঘাতী হয়েছেন তিনি।
এসপিও’র জওয়ানের কাছে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেই নোট অনুযায়ী রবিবার সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় জনৈক গাড়ি চালক তাকে মারধর করেছে। সেই কারণেই তিনি মৃত্যুকে বেছে নেন বলে সন্দেহ। মৃত্যুকালে শেখর নাথ স্ত্রী এবং ২ সন্তান রেখে গেছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।