সস্ত্রীক মুখ্যমন্ত্রী উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করলেন ও পূজা দিলেন

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৬ মে।। আজ বিকেলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সস্ত্রীক উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করেন এবং পূজা দেন। পূজা দিয়ে তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য এবং রাজ্যবাসীর কল্যাণে যেসকল প্রকল্পগুলি শুরু করেছিলেন সেইগুলি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারাকে পাথেয় করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফলগুলি পৌঁছে দেওয়াই হবে নবগঠিত মন্ত্রিসভার লক্ষ্য।

তিনি আরও বলেন, ভিশন ডকুমেন্টের অধিকাংশ প্রতিশ্রুতিগুলি পূরণ করা হয়েছে। বাকিগুলি পূরণ করা হবে। ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন ও পূজা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহরায় ও রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *