প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে

অনলাইন ডেস্ক, ১৬ মে।। হুমকিদাতা এবং ষড়যন্ত্রকারীদের নাম ও প্রমাণ নিয়ে হাজির হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক জায়গা থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পঞ্জাব প্রদেশের সিয়ালকোট শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন ইমরান খান। এ সময় বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও তাকে হত্যা করার পরিকল্পনা করে যাচ্ছে এবং এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে।
আরও বলেন, তিনি একটি ভিডিয়ো রেকর্ড করে নিরাপদ স্থানে রেখে দিয়েছেন। যদি কখনও তার জীবনের জন্য হুমকি সৃষ্টি হয় কিংবা তিনি নিহত হন তখন এই ভিডিও প্রকাশ করা হবে। ওই ভিডিয়োতে তিনি তার সরকার উৎখাত ও তাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের নাম প্রমাণসহ তুলে ধরেছেন।
গত এপ্রিল মাসে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থাভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার চিন ও রাশিয়া-ঘেঁষা নীতিতে ক্ষুব্ধ হয়ে আমেরিকাই এই সরকার পরিবর্তন প্রক্রিয়া ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান খান। ইমরান যাওয়ার পর পাকিস্তান মুসলিম লীগ (নাওয়াজ) শাখার নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *