স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মে।।আইপিএফটি’র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আগেই ঘোষণা করেছিলেন সোমবার তাদের উদ্যোগে আইপিএফটি’র কনভেনশন অনুষ্ঠিত হবে। এনসি দেববর্মা আগেই এই কর্মসূচির বৈধতা প্রত্যাখ্যান করেছেন। তার উপর রবিবারই মেবারকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
এদিকে সোমবার মেবার কুমার জমাতিয়াও পূর্ব ঘোষিত কনভেনশন করলেন। তার বক্তব্য, পদ বড় বিষয় নয়। জনগণের সমর্থন সবার আগে। আগামী দিনে তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যাবেন এবং জনসংযোগ করার কাজ শুরু করবেন। তিনি দাবি করেন গত সম্মেলনে নির্বাচনের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তার সভাপতি নির্বাচন বৈধ। এন সি দেববর্মা অবৈধভাবে সভাপতি হয়ে আছেন। মেবার কুমার জমাতিয়া জানান তিনি বিষয়টি নিয়ে আদালতে যাবেন।