স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৫ মে।। অমরপুরের মাতা মঙ্গলচন্ডী মেলা থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে জনৈক বিবাহিত যুবককে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানার পুলিশ। ধর্ষিতা নাবালিকাকে চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে এক বান্ধবী সহ মহকুমার লালগিরির বাসিন্দা ১৭ বছরে কিশোরী অমরপুর চন্ডী বাড়ি সংলগ্ন স্কুল মাঠের বৈশাখী মেলায় ঘোরাঘুরি করা সময় সাথের বান্ধবীর পরিচিত মহকুমার রাঙ্গা ছড়ার বাসিন্দা কলোনি কুমার জমাতিয়ার ৩১ বছরের বিবাহিত পুত্র সেমুয়েল জমাতিয়ার সাথে ওই কিশোরীর পরিচয় হয়। সকলে মিলে অধিক রাত পর্যন্ত মেলায় ঘোরাঘুরি করে। রাতের কোন এক সময় ওই কিশোরীকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে সেমুয়েল জমাতিয়া ওই কিশোরীকে নিজের বাইকে তোলে অমরপুর-চেলাগাং রাস্তার পাশের জঙ্গলে নিয়ে রাতভর ধর্ষণ করে বলে কিশোরীর অভিযোগ। শনিবার দিনের আলো ফুটতেই সেমুয়েল জমাতিয়া কিশোরীকে জঙ্গলে রেখেই বাইক নিয়ে নিজের বাড়িতে চলে যায়। ধর্ষিতা কিশোরী ফোনে তার বাড়িতে অভিবাবকদের বিষয়টি জানায়। খবর পৌছায় বীরগঞ্জ থানায়। বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা নাবালিকাকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ্যে।