স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৫ মে।। শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া নেতাজিনগর লোকনাথ আশ্রম এলাকায় একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হতে দেখা যায়। এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখেন গাড়ির চালক চাপা পড়ে আছেন। তার সাথে আরও ৩ জন আছেন। তাদের মধ্যে ১ জন আবার পালিয়ে যায়। দমকল বাহিনী এসে গাড়ি চালক সুমন গোস্বামী (৩১) সহ ৩ জনকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। যারা ওই গাড়িতে যাত্রী হিসাবে ছিলেন তারা সবাই সুমন গোস্বামীর শশুরবাড়ির লোকজন বলে খবর। কিন্তু আহতরা রহস্যজনক কারণে গাড়ি চালকের পরিচয় কাউকে বলেননি। এদিকে হাসপাতালে নিয়ে গেলে সুমন গোস্বামীকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন তার পরিবার ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।