প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডস, শোকের ছায়া ক্রীড়া মহলে

অনলাইন ডেস্ক, ১৫ মে।। শোকের ছায়া ক্রীড়া মহলে। রবিবার ভোরে ঘুম ভাঙার আগে এসেছে মৃত্যু সংবাদ। প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। বয়স মাত্র ৪৬ বছর। ক্রিকেট প্রেমী মানুষ যাঁকে ভুলবেন না কোনো দিন।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। শনিবার রাতে টাউনশভিলের কাছে গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। এই টাউনশভিলেই অবসর যাপন করতেন সাইমন্ডস।

ঘটনার তদন্ত শুরু করেছেন কুইন্সল্যান্ড পুলিশ। টাউনশভিলে থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে হার্ভে রেঞ্জে এই দুর্ঘটনাটি ঘটেছে।

‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ঘটনাটি শনিবার রাত এগারোটা নাগাদ ঘটেছে। অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোড দিয়ে যাওয়ার পর গাড়িটি দূর্ঘটনার কবলে পড়েছিল। মূল রাস্তা থেকে সরে উল্টে গিয়েছিল গাড়ি’, এক বিবৃতিতে জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।

‘প্রাথমিক চিকিৎসার সাহায্য নেওয়া হয়েছিল। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁকে (অ্যান্ড্রু সাইমন্ডস) বাঁচানো সম্ভব হয়নি।’

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বর্ডার বলেছেন, ‘সকলকে মনোরঞ্জন দেওয়ার জন্য ও (অ্যান্ড্রু সাইমন্ডস) বড় বড় শট খেলতে পছন্দ করতো… ও অ্যাডভেঞ্চার প্রিয় একজন। মাছ ধরা, হাইকিং, ক্যাম্পিং করা খুব পছন্দ করতো।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *