চূড়ান্ত হয়নি মন্ত্রিসভা, শুধু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডা. মানিক সাহা

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ মে।। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডা. মানিক সাহা। আজ সকালে রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারাইণ আর্য তাঁকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্যসচিব কুমার অলক। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ বিনোদ সোনকর, সাংসদ রেবতী ত্রিপুরা, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়কগণ, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি , রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব এবং রাজ্য প্রশাসন ও আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *