স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ মে।। রবিবার শাসক দলীয় সংগঠনের নেতা-কর্মীদের মারপিটে উত্তপ্ত হয়ে উঠে শহরের নাগেরজলা মোটরস্ট্যান্ড। বিপ্লব কর’র নেতৃত্বে এক গোষ্ঠীর স্বচ্ছ ভারত অভিযান হয় সেখানে। কিন্তু অপর গোষ্ঠীর সাথে শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় নিয়ে ঝামেলা হয়। বিপ্লব কর গোষ্ঠীর দাবি অপর গোষ্ঠীর একজন তাদের মহিলা কার্যকর্তাকে আক্রমণ করেছেন। অপর গোষ্ঠীর দাবি বিপ্লব কর আরও কয়েকজন মিলে তাদের সাথে মারপিট করেছেন। এই ঘটনার জেরে নাগেরজলায় যাত্রী পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপরেই ছুটে আসতে হয় পুলিশ বাহিনীকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ও যাত্রী পরিষেবা পুনরায় শুরু হয়।