স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৫ মে।। গুণধর ছেলের হাতে আক্রান্ত পিতা মাতা। ঘটনা উদয়পুর মহকুমার রাধা কিশোর পুর থানার অন্তর্গত দুর্গাবাড়ি বনদুয়ার এলাকায়। পিতা নীলু পোদ্দার ছোট ছেলে নন্দন পোদ্দার কে কাজে না নিয়ে যাওয়া রবিবার সকালে গুণধর ছোট ছেলে নন্দন পোদ্দার মদমত্ত অবস্থায় রড দিয়ে তার বৃদ্ধ পিতা এবং মাতা মায়া পোদ্দারকে আক্রমণ করেন বলে অভিযোগ করেন। ছেলের এলোপাতাড়ি রডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ পিতা নীলু পোদ্দার, অল্পবিস্তর আহত হয় মাতা মায়া পোদ্দারও।
পরে এলাবাসিরা আক্রান্ত পিতা-মাতাকে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতাল থেকে চিকিৎসা ছেড়ে রবিবার দুপুরে রাধা কিশোর পুর থানায় মামলা করেন ছেলের বিরুদ্ধে।বৃদ্ধ পিতা-মাতা এই অভিযোগ করেন প্রায় সময়ই মদমত্ত অবস্থায় বাড়িতে এসে পিতা-মাতাকে আক্রমণ করতেন বলে গুণধর ছেলে নন্দন পোদ্দার।
এদিকে রাধা কিশোর পুর থানার পুলিশ বৃদ্ধ পিতা-মাতা আক্রান্তের অভিযোগ হাতে পেয়ে নন্দন পোদ্দারকে উদয়পুর দুর্গাবাড়ি বনদুয়ার এলাকায় থেকে আটক করে থানায় নিয়ে আসেন।গুণধর ছেলে নন্দন পোদ্দার থানার হেফাজতে রয়েছে।