আইপিএল থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স

অনলাইন ডেস্ক, ১৪ মে।। পশ্চাৎদেশে চোট পাওয়ায় আইপিএল থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের প্যাট কামিন্স। এই মৌসুমে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ান পেসারের।

সিডনি উড়াল দেওয়ার জন্য ইতোমধ্যে কেকেআরের জৈব-সুরক্ষা বলয় ভেঙেছেন কামিন্স। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ঘরেই পুনর্বাসন কাটাবেন তিনি। অবশ্য লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কামিন্স।

এই চোট থেকে সেরে উঠতে দীর্ঘসময় লাগবে ২৯ বছর বয়সী তারকার। কলকাতা ছাড়ার আগে কামিন্স বলেন, ‘ভারতে আমার দুর্দান্ত সময় কাটল। আমার পরিবার ও আমার দেখভালের জন্য কেকেআরকে ধন্যবাদ দিতে চাই। টুর্নামেন্টে দলের প্রত্যেক সদস্যের জন্য আমার শুভকামনা রইল। আমি দলের খেলা দেখব এবং দলের জয়ও উদ্‌যাপন করব।’

লিগ ফিক্সবচারে কলকাতার বাকি মাত্র দুই ম্যাচ। কামিন্সের বিকল্প হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি কাকে দলে নিচ্ছে তা এখনো জানায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *