অনলাইন ডেস্ক, ১৪ মে।। গত মাসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে `দলের অনুচিত আচরণের’ জন্য শাস্তি পেল ম্যানচেস্টার সিটি। ১৪ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে সিটিজেনদের।
অ্যাতলেতিকোর মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে শেষ চার নিশ্চিত করে পেপ গার্দিওলার দল। সেই ম্যাচে অনুচিত আচরণ করে বসেন সিটির খেলোয়াড়েরা।
সিটির মিডফিল্ডার ফিল ফোডেনকে ফাউল করে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক দলের ডিফেন্ডার ফেলিপে। কিন্তু এই ফাউল নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।
সিটিকে জরিমানা করলেও উয়েফার গভর্নিং বডির শৃঙ্খলা কমিটি অ্যাতলেতিকোকে শাস্তি দেয়নি।