স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ মে।। বিদ্যুৎ নিগমের বেশ কয়েকজন ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারদের ৪০ শতাংশ বেতন আটক রাখা হয়েছে। আচমকা কেন বেতন আটকে রাখা হল, সেই প্রশ্নের উত্তর জানতে শুক্রবার পাওয়ার ইঞ্জিনিয়ারদের তরফে ভারপ্রাপ্ত এমডি’র কাছে ডেপুটেশন প্রদান করা হয়। আলোচনা হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি বলে খবর।
সংবাদ সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ নিগমের শীর্ষ আধিকারিকদের তরফ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে কিছু সংখ্যক ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারদের ৪০ শতাংশ বেতন আটকে রাখার। সেই মোতাবেক বেতন আটকে রাখা হয়েছে।
বেতন আটকে রাখার পর দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। অভিযোগ উঠেছে নিগমের প্রায় সিংহভাগ অফিসে পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে। লক্ষ লক্ষ টাকা বিল বকেয়া থাকা সত্বেও তাঁরা সেই বকেয়া বিল সংগ্রহ করার ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না। তাছাড়া অফিসে কর্মসংস্কৃতি নিয়েও তাদের কোন হেলদোল নেই।