শ্বশুরবাড়ির মধ্যেই মহিলাদের বসবাসের অধিকার সীমাবদ্ধ থাকবে না, থাকবে ভাড়াবাড়িতেও

 

অনলাইন ডেস্ক, ১৩ মে।। কেবল শ্বশুরবাড়ির মধ্যেই বিবাহিত মহিলাদের বসবাসের অধিকার সীমাবদ্ধ থাকবে না। কর্মসূত্রে বাইরে থাকা স্বামীর ভাড়াবাড়িতেও তাঁর থাকার অধিকার থাকতে পারে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গার্হস্থ্য হিংসা মামলার একটি শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল।

সেরসুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি বিভি নাগারত্নের ডিভিশন বেঞ্চ জানায়, বিবাহিতাদের সম্পত্তির অধিকারের বিষয়টি শুধু স্বামীর পৈতৃক বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এমনটা হতে পারে না। সংশ্লিষ্ট মামলাটি দায়ের করেছিলেন এক মহিলা। এই মহিলা বিধবা হওয়ার পর গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন। তিনি জানান, তাঁর বসবাসের অসুবিধার কথাও। যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বহু ক্ষেত্রে দেখা যায় শ্বশুরবাড়ির বাইরে থাকা ভারতীয় মহিলাদের বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হতে হয়।

বিশেষত, তাঁদের বসবাসের ব্যাপারে। তাই তাঁদের বসবাসের অধিকার বা সম্পত্তির অধিকার কেবল স্বামীর পৈতৃক সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আদালত এ-ও জানায়, গার্হস্থ্য হিংসার অভিযোগের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রোটেকশন অফিসারের রিপোর্ট দরকার হয়। সে ক্ষেত্রে বসবাসের বিষয়টি যদি রিপোর্টে না-ও উল্লেখ থাকে, সে ক্ষেত্রেও অধিকারের বিষয়টি দেখা যেতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *