মানব কল্যাণে কিছু করতে পারলেই জীবনে স্বার্থকতা আসে, রক্ত দিয়ে বললেন মন্ত্রী সুশান্ত

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৩ মে।। মানব কল্যাণে কিছু করতে পারলেই জীবনে স্বার্থকতা আসে। মানব ধর্ম যথাযথভাবে পালন করতে পারলেই মানব কল্যাণের মধ্য দিয়েই মানব ধর্ম পালন করা যায়। মানব ধর্ম যথাযথভাবে পালন করতে পারলেই সমাজ সুন্দর হয়।

আর এই আদর্শ ও ভাবনাকে পাথেয় করে আজ জিরানীয়ার অগ্নিবীণা হলঘরে জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরে অংশগ্রহণ করে স্বেচ্ছায় রক্তদান করে নিজে এই মহতী রক্তদান শিবিরের শরিক হলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।

পাশাপাশি তিনি, রক্তদাতাদের তাদের সেবামূলক মানসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে উৎসাহ প্রদান করেন। জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *