বাবুরবাজারে রাস্তার বেহাল অবস্থা, অল্পেতে রক্ষা পেল লরি, হেলদোল নেই কতৃপক্ষের

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৩ মে।। কৈলাশহর উত্তরাঞ্চলে সবচেয়ে বড় বাজার বাবুর বাজার সেই বাজারে যাওয়ার রাস্তার বেহাল অবস্থার জন্য সাধারণ মানুষ দূর্ভোগে ভুগছেন। অন্যদিকে ডাকবাংলা থেকে রাঙ্গাউটি রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত করাকে কেন্দ্র করে সাধারণ মানুষের দূর্ভোগ চরমে। রাস্তার কিছু কিছু জায়গায় কাঁদা জল জমে দিনদিন মানুষ দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। আজ সকাল ৯ টা নাগাদ কৈলাশহর টিলাবাজার টু বাবুর বাজার রাস্তায় একটি ছয় চাকার লরি অল্পেতে রক্ষা পেল।

ঘটনার বিবরণে জানা যায়, যে গতকাল সকাল 10 ঘটিকার সময় রাস্তা সংস্কার এবং রাস্তার পরিধি বাড়ার জন্য মোটর শ্রমিক রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে। এরপর কৈলাশহর পূর্ত দপ্তরের এসডিও এসে আশ্বাস দেন যে সাত দিনের মধ্যে রাস্তা সংস্কার করে দেওয়া হবে। এই ধরনের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। গতকাল বিকাল চারটে নাগাদ ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে বাবুর বাজার টিলাবাজার রাস্তায় একটি গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপর।

গতকাল বিকাল থেকে আজ পর্যন্ত বিদ্যুতের তারের উপর এই গাছটি পড়ে রয়েছে প্রশাসনের কোনো হেলদোল নেই এই গাছটি সরানোর জন্য। যার কারণে আজ সকাল ৯ ঘটিকার সময় একটি ছয় চাকার লরি সিমেন্ট নিয়ে বাবু বাজার থেকে টিলাবাজার আসার পথে রাস্তা ছোট এবং একদিকে গাছ পড়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অল্পেতে গাড়ি এবং ড্রাইভার রক্ষা পান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *