স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ মে।। শুক্রবার বিশ্রামগঞ্জ রেল স্টেশনের কোয়ার্টার থেকে জলের পাইপ চুরি করে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় ২ যুবককে। তাদের নাম বিশু কুমার দেববর্মা এবং প্রহর দেববর্মা। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ লালটিলা এলাকায়।
স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ থানায় নিয়ে যায়। জানা গিয়েছে তারা নেশার টাকা জোগাড় করার জন্য চুরির ঘটনা সংগঠিত করছে। রাজ্যে ইদানিং চুরির ঘটনা বাড়ছে।
প্রতিটি ক্ষেত্রে দেখা যায় চোরেরা কিশোর কিংবা যুবক এবং পারিবারিক অবস্থাও সচ্ছল। অভিভাবকরা টাকা পয়সা দেয়না বলে চুরি করে মালপত্র বিক্রি করে নেশার টাকার ব্যাবস্থা করছে।