গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি হয়েছে

অনলাইন ডেস্ক, ১৩ মে।। করোনা শেষ হয়েও হচ্ছে না। মাঝে মধ্যেই সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠছে। যা ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে সংক্রমণকে ঠেকাতে প্রায় গোটা বিশ্বেই জোরকদমে চলছে টিকাকরণ। ভারতেও ১৮ ঊর্ধবদের বুস্টার ডোজ শুরু হয়েছে। কারণ বিশেষজ্ঞদের মতে একমাত্র ভ্যাকসিনই পারবে করোনা প্রতিহত করতে।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি হয়েছে। একইসঙ্গে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ছয় লাখ মানুষ। ফলে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

শুক্রবার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৩৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৮৪ হাজার ৬৭২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২২ হাজার। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৯৮ লাখ ৩৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ১৭৯ জন। মহামারি শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৯১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৭ হাজার ৬২৮ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৪ জন এবং নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৫৮ জন। করোনা শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৫ জন আক্রান্ত হয়েছেন ও ১ লাখ ৭৬ হাজার ৭০৮ জন মারা গেছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *