ডুম্বুরনগর ব্লকে রেগা শ্রমিকদের ভাঙচুর, পালিয়ে আত্মরক্ষা করলেন বিডিও

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১৩ মে।। ডুম্বুরনগর ব্লকে শ্রমিকদের ভাঙচুর, পালিয়ে আত্মরক্ষা করলেন বিডিও। রেগার কাজে নতুন নিয়মের বদলে পুরাতন নিয়ম কার্যকরের দাবীতে শুক্রবার ডুম্বুরনগর ব্লক ঘেরাও করেন ক্ষুব্ধ রেগা শ্রমিকরা। তারা ব্লক কার্যালয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে আত্মরক্ষা করেন বিডিও। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিধায়ক থেকে এমডিসি অনেকেই ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে।

প্রসঙ্গত, বিভিন্ন ব্লকে রেগা শ্রমিকদের বকেয়া মজুরি দেয়া হচ্ছে না। পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ করলে বলা হয় দেওয়া হবে। কিন্তু প্রতিবার শুধু আশ্বাস ছাড়া কিছু মিলেনা। তাই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ব্লক অফিসে গিয়ে ধরণা দেয়। তাছাড়া রেগা প্রকল্পে যে নতুন নিয়ম চালু করা হয়েছে তাতেও শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করছেন। পুরনো নিয়ম চালু রাখার দাবীতে শ্রমিকরা আন্দোলনে সোচ্চার হচ্ছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *