স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৩ মে।। আসামের কুকিতল থেকে কৈলাশহর- কমলপুর- খোয়াই হয়ে আগরতলা যাওয়ার জন্য ডাবল লেনের বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে জোর কদমে।
এনএইচডিসিএলের তত্ত্বাবধানে উত্তর জেলার বালিধুম থেকে কৈলাসহর চিড়াকুটি পর্যন্ত কাজের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। বৃহস্পতিবার রাতে ওই সংস্থার প্রকৌশলী ও অন্যান্য কর্মীরা মোট ১২ জন কৈলাসহর ফেরার পথে ইট চুরি হচ্ছে দেখতে পান। তারা তাতে বাধা দেন। এরপরই নির্মাণ সংস্থার কর্মীদের উপর হামলা চালানো হয়।
সংস্থার গাড়ি চালকের বুদ্ধিমত্তায় প্রাণ বেঁচে যান ১২ জন কর্মী। তারপরেও তাদের ২ জন আহত হন। বাধ্য হয়ে নির্মাণ সংস্থার কর্মীরা প্রাণ রক্ষায় বন দফতরে গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু গ্রেফতারের কোন খবর নেই।