স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ মে।। জিবি হাসপাতাল শুরু হলো ৫ টাকার বিনিময় খাবারের ব্যবস্থা। সুপ্রীম কোর্ট তার একটি আদেশে বলেছিল সুলভ মূল্যে বড় হাসপাতালগুলিতে রোগীর পরিবার পরিজনদের জন্য খাবারের ব্যবস্থা চালু করতে।
শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জিবি হাসপাতালে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান এর দায়িত্বভার গ্রহণ করার পর থেকে জিবি হাসপাতালে এই ব্যবস্থা চালু করতে সচেষ্ট হন।
তিনি জানান, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ থেকে আমরা জিবি হাসপাতালে রোগী কল্যান সমিতির তরফ থেকে এই ব্যবস্থা শুরু করতে পেরেছি । এখানে রোগীর পরিবারের লোকেরা ৫ টাকার বিনিময়ে এক বেলার খাবার গ্রহণ করতে পারবেন। এর ফলে দূর-দূরান্ত থেকে আগত রোগীর পরিবারের সদস্যদের অনেক সুবিধা হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।