শিয়রে বিধানসভা নির্বাচন, দিল্লিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ মে।। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে নয়াদিল্লীতে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে রাজ্যের বিভিন্ন উন্নয়নমুলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তখনও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে উল্লেখ করা যায় যে ২০২৩ এ রাজ্য বিধানসভা নির্বাচন হতে চলছে। এই নির্বাচনের আগে কয়েকটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। যদিও নির্বাচন কমিশন এখনও কোন কিছু জানায়নি।

তবে একটি অসমর্থিত সূত্র মারফত জানা গিয়েছে বিধানসভা নির্বাচন এগিয়ে আনা হতে পারে যাতে উপনির্বাচনের প্রয়োজন না হয়। তবে এই ব্যাপারে কোন কিছু স্পষ্ট জানা যায়নি। তাই এইসব বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই দিল্লিতে আছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *