স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ মে।। বাসের ধাক্কায় গুরুতর ভাবে জখম হয় এক পথচারী। ঘটনা শুক্রবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট এডিসি ভিলেজ কমিটি এলাকার ওয়ারেন বাড়িতে। পথচারীর নাম চিরন্তন দেববর্মা (৫৫) পিতার নাম মৃত কদমবাসী দেববর্মা। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন অম্পি সিনাই এলাকায়। চিরন্তন দেববর্মা পাথালিয়া ঘাট এডিসি ভিলেজ কমিটি এলাকার ওয়ারেন বাড়িতে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। পাথালিয়া ঘাট ওয়ারেন বাড়ি জাতীয় সড়কে একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাথা ফেটে চৌচির হয়ে যায় এবং হাতে পায়ে আঘাত পায় চিরন্তন দেববর্মা। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা চিরন্তন দেববর্মাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পূজা দেব চিরন্তন দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন। উল্লেখ্য,
প্রতিনিয়ত বিশ্রামগঞ্জ থানা এলাকার জাতীয় সড়কে যান দুর্ঘটনা ঘটলেও পুলিশ এবং ট্রাফিক সম্পূর্ণ ঘুমে আচ্ছন্ন বলে এলাকাবাসীর অভিযোগ। দুর্ঘটনা রোধে পুলিশ এবং ট্রাফিককে আরো সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছে এলাকাবাসী।