অনলাইন ডেস্ক, ১৩ মে।। টেক জায়ান্ট গুগল অনুবাদ প্ল্যাটফর্মে যোগ হচ্ছে ২৪টি নতুন ভাষা। ৩০০ মিলিয়নেরও বেশি লোক এই ভাষাগুলোতে কথা বলে থাকেন।
নতুন এই সংস্করণে রয়েছে আফ্রিকার ১০টি ভাষা। লিঙ্গালা, টুই এবং তিগরিনিয়া তার মধ্যে কয়েকটি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রযুক্তি কোম্পানিটি জানায়, ‘অনেক বছর ধরে, গুগল অনুবাদ ভাষা প্রতিবন্ধকতা ভাঙতে সাহায্য করছে এবং বিশ্বের সকল জনসাধারণকে সংযুক্ত করছে।’
গুগল আরও জানায়, যাদের ভাষা প্রযুক্তিগতভাবে প্রতিনিধিত্ব করে না সেসব ভাষাকে যোগ করা হচ্ছে অনুবাদ প্ল্যাটফর্মে।
যোগ হওয়া নতুন ভাষাগুলোর মধ্যে আছে ভোজপুরিও। উত্তর ভারত, নেপাল ও ফিজির ৫০ মিলিয়নেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলেন। এছাড়া মালদ্বীপের প্রায় ৩ লাখ মানুষের ভাষা ধিভেরিও যোগ হচ্ছে গুগল অনুবাদ প্ল্যাটফর্মে।
নতুন যোগ হওয়া ভাষাগুলো নিয়ে গুগল অনুবাদের ভাষা সংখ্যা দাঁড়াবে ১৩৩।